বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইউরোপের বর্তমান সংকট অতীত নীতির উল্টো ফল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০২৬ 

news-image

পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সংকটকে এই জোটের অতীত নীতির “উল্টো ফল” হিসেবে অভিহিত করেছেন।

সাইয়্যেদ আব্বাস আরাকচি গতকাল (মঙ্গলবার) রাতে তার এক্স সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে লিখেছেন: “যুক্তরাষ্ট্র যখন ছয় মাস আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কঠোর পরিশ্রমে স্বাক্ষরিত একটি চুক্তি লঙ্ঘন করে, তখন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লায়েন হঠাৎ সক্রিয় হয়ে বলেন—“বাণিজ্যের মতো রাজনীতিতেও চুক্তি মানেই চুক্তিদুই পক্ষ হাত মেলালে সেটির বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে ইউরোপীয় ইউনিয়নের জন্য আজকের সংকটই হচ্ছে সেই বিষয়যাকে বলা হয় বুমেরাং প্রভাব বা উল্টো প্রতিক্রিয়া।

আরাকচি স্পষ্ট করে বলেন: “ডোনাল্ড ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সি মেয়াদে একতরফাভাবে ইরানের পরমাণু চুক্তি বাতিল করার সময় ইউরোপীয় ট্রয়িকা ও ইউরোপীয় ইউনিয়ন দৃঢ় বিশ্বাসের সঙ্গে তাকে অনুসরণ করেছিল এবং এমনকি এই সিদ্ধান্ত বাস্তবায়নে তাকে সহায়তাও করেছিল। তার ভাষায়সেই সময়ই তাদের আজকের পরিণতির কথা বিবেচনা করা উচিত ছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেনএসব ঘটনার মধ্য থেকে একটি স্পষ্ট শিক্ষা পাওয়া যায়হয় সব চুক্তিই চুক্তিনয়তো হাত মেলানোর কোনো মূল্য নেই।

তিনি উদাহরণ হিসেবে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির কথা উল্লেখ করে বলেনআন্তর্জাতিক আইন কিংবা তথাকথিত আইনভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ অবৈধ হলেও ইউরোপ এরই যোগ্য পরিণতি ভোগ করছে।

ইউরোপের নীতির সমালোচনা থেকে এবার নজর দেওয়া যাক যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি আচরণ নিয়ে লন্ডনের প্রতিক্রিয়ায়

ইভেট কুপার

যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি আচরণের সমালোচনা করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে আচরণের তীব্র সমালোচনা করেছেন। তিনি জোর দিয়ে বলেনগ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণেরই রয়েছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকির প্রসঙ্গ তুলে কুপার বলেনএটি মিত্রদের সঙ্গে আচরণের পদ্ধতি হতে পারে না। তিনি পুনরায় বলেনগ্রিনল্যান্ডের ভবিষ্যৎ একটি বিষয়যা নিয়ে শুধু ওই অঞ্চলের জনগণ ও ডেনমার্কই সিদ্ধান্ত নিতে পারে।

ইউরোপ ও ট্রান্স-আটলান্টিক উত্তেজনা থেকে এবার আসা যাক পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলির মাঠপর্যায়ের প্রভাবের দিকে

ইলাত বন্দর

ইসরায়েলের ইলাত বন্দর ইয়েমেনি হামলায় মারাত্মক মন্দার শিকার

ইসরায়েলের চ্যানেল ১৪ জানিয়েছেইয়েমেনি হামলার ফলে বন্দর ইলাত সম্পূর্ণ মন্দার সম্মুখীন হয়েছে এবং বিস্মৃতির অন্তরালে চলে গেছে। মিডিয়াটি কনেস্টের অর্থ কমিটির চেয়ারম্যানের বরাত দিয়ে লিখেছে: “ইসরায়েলি মন্ত্রিসভা বন্দর ইলাত থেকে সরে দাঁড়িয়েছে এবং আমরা ব্যর্থ হয়েছি। ইসরায়েলে কোন মন্ত্রণালয় নেই যে দায়িত্ব নিতে এবং সাহায্য করতে প্রস্তুত।

এবার অর্থনৈতিক ও মাঠপর্যায়ের প্রভাব থেকে আবার ফিরে যাই পশ্চিমা রাজনৈতিক অঙ্গনের অভ্যন্তরীণ সংকট ও বিভাজনের দিকে

মাইক জনসন

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার: পশ্চিমা বিশ্ব ‘নিজেকেই গ্রাস করছে

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সতর্ক করে বলেছেনযুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয়ই সংকটে রয়েছে এবং পশ্চিমা বিশ্ব এখন নিজেকেই খেয়ে ফেলছে।

তিনি বলেনতার মিশন হচ্ছে পরিস্থিতি শান্ত করা এবং গ্রিনল্যান্ড ইস্যুতে লন্ডন ও ওয়াশিংটনের মধ্যকার বিরোধ কমিয়ে আনা।

সবশেষেইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতির বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনের এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অবস্থানের দিকে নজর দেওয়া যাক

গেনাদি গাতিলোভ

ইরানের বিরুদ্ধে যুদ্ধংদেহী ভাষা পরিহার করুক যুক্তরাষ্ট্র: রাশিয়া

জাতিসংঘের জেনেভা কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি গেনাদি গাতিলোভ বলেছেনরাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছে যেন তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধংদেহী বক্তব্য বন্ধ করে এবং দেশটির জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে।

তিনি বলেনযুক্তরাষ্ট্র গত বছর (২০২৫ সালে) ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে এবং এখনও তেহরানের ওপর তীব্র চাপ অব্যাহত রেখেছে।#

পার্সটুডে