সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইউনেস্কো স্বীকৃতি পেল ইরানের তাবাস জিওপার্ক

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২২ 

news-image
দৃষ্টিনন্দন নানা প্রাকৃতিক দৃশ্য এবং অস্পৃশ্য ভূখণ্ডের আবাসস্থল পূর্ব-মধ্য ইরানের তাবাস জিওপার্ক। সম্প্রতি ইউনেস্কো গ্লোবাল জিওপার্কস (ইউজিজিপি) এর তালিকায় নিবন্ধিত হয়েছে দর্শনীয় স্থানটি।বৃহস্পতিবার ইউনেস্কো গ্লোবাল জিওপার্কস কাউন্সিলের সদস্য ও মূল্যায়নকারী আলিরেজা আমরি কাজেমি এই ঘোষণা দেন। তিনি জানান, তাবাস জিওপার্ক ইরানের তৃতীয় গ্লোবাল জিওপার্ক হিসেবে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ইউনেস্কো গ্লোবাল জিওপার্কসের সুপ্রিম কাউন্সিল থেকে ১৪শ ১টি ভোট পেয়ে নিবন্ধন লাভ করেছে।
বিশালায়তনের তৃতীয় ইরানি জিওপার্ক তাবাস জিওপার্কের জন্য দলিলগুচ্ছ গত বছর ইউনেস্কো কাউন্সিলে জমা দেওয়া হয়।তাবাস জিওপার্কের অনুমোদনের রায় ইউনেস্কোর নির্বাহী বোর্ডের অনুমোদন লাভের পর পরের বছর বসন্তে জারি করা হবে।তাবাস বিস্তীর্ণ কাউন্টিতে অবস্থিত তাবাস জিওপার্কের পশ্চিম এশিয়ার ‘সবচেয়ে বড়’ জিওপার্ক হিসেবে নিবন্ধিত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। দক্ষিণ খোরাসানের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত তাবাস জিওপার্কের মধ্যে রয়েছে আজমিঘান গ্রামে অবস্থিত রহস্যময় কাল-ই জেনি (জিন্নির গিরিখাত) সহ প্রায় ৫০টি ভূ-দৃশ্য, মনোরম ল্যান্ডস্কেপ এবং অধরা ভূখণ্ড। সূত্র: মেহর নিউজ।