মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইউনেসকোর পুরস্কার পেল ইরানের তিন হস্তশিল্প পণ্য

পোস্ট হয়েছে: নভেম্বর ১১, ২০১৮ 

news-image
ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের তিনটি হ্যান্ডিক্রাফ্ট বা হস্তশিল্প পণ্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকোর পুরস্কার লাভ করেছে। দেশটির প্রাদেশিক সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন দপ্তরের মহাপরিচালক আলিয়েরজা জামালজেহি এতথ্য জানিয়েছেন। 
 
ইরানি বার্তা স্ংস্থা আইআরএনএ কে তিনি জানান, শিল্পকর্মগুলো তিনটি অভিন্ন ব্যক্তিগত স্টাইলের। এ তিনটি  স্টাইল মূলত দুটি লোক সূচিশিল্পের অভিন্ন স্টাইল। এগুলো তৈরি করেছেন স্থানীয় শিল্পী মরিয়ম ঘাদেরি, ফারাঙ্গিস জামালজেহি ও গল-বিবি জামালজেহি। 
 
তিনি আরও জানান, প্রাদেশিক ভাবে তৈরি করা এসব হ্যান্ডিক্রাফ্ট উদ্ভাবনীমূলক এবং এগুলো উঁচু মানসম্পন্ন পণ্য। বিস্ময়কর রঙের সমন্বয়ে তৈরিকৃত পণ্যগুলো ইরানের জাতীয় গুণগত অ্যাওয়ার্ড লাভ করেছে বলে জানান তিনি। 
 
ইরানি এই কর্মকর্তা জানান, তার দেশে হ্যান্ডিক্রাফ্ট উৎপাদনের দিক দিয়ে শীর্ষে থাকা প্রদেশগুলোর মধ্যে সিস্তান-বালুচিস্তান অন্যতম। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এসব হস্তশিল্প পণ্য বিক্রি করতে ভবিষ্যতে একটি ওয়েবসাইট চালু করা হবে বলে জানান তিনি। সূত্র: ইরান ডেইলি।