আরেকটি সামাজিক রোবট উন্মোচন করছে ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৫, ২০১৯
দেশীয়ভাবে তৈরি আরেকটি সামাজিক রোবট উন্মোচন করছে ইরান। মানুষের সাথে রোবটটি মিথস্ক্রিয়া ও যোগাযোগ করতে পারবে। আগামী ১৭ ডিসেম্বর রোবটটি উন্মোচন করা হবে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি।
শনিবার চতুর্থ প্রজন্মের সুরেনা হিউম্যানয়েড রোবটের উন্মোচন অনুষ্ঠানে তিনি এতথ্য জানান। তিনি বলেন, ১৭ ডিসেম্বর একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে জাতীয় গবেষণা
সপ্তাহ উদযাপন উপলক্ষে ইরানি বিশেষজ্ঞদের তৈরি আরেকটি সামাজিক রোবট উন্মোচন করা হবে। বাণিজ্যিকরণের জন্য এসব প্রকল্পের প্রয়োজনীয় উন্নয়নের কথা বলেন তিনি।
সাত্তারি ২০১৭ সালে উন্মোচিত প্রথম প্রজন্মের সুরেনা হিউম্যানয়েড রোবট সম্পর্কে বলেন, এই ধরনের রোবট এখন স্কুল ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করা হয়। ভবিষ্যতে সামাজিক রোবট উৎপাদনে কিছু ভালো প্রকল্প হাতে নেওয়া হবে। এসব প্রকল্প পরিচালিত হবে আমাদের গবেষকদের দ্বারা। জনসাধারণের সাথে সামাজিক রোবটের মিথস্ক্রিয়া সংঘটিত করা গেলে ব্যাপক ব্যবহার শুরু হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।