বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আরদাবিলে দেখা মিলল আরও দুই পারস্য চিতার

পোস্ট হয়েছে: মে ৩১, ২০২২ 

news-image

উত্তর ইরানের আরদাবিল প্রদেশে বন্যপ্রাণীর একটি অভয়ারণ্যে ২টি ইরানি চিতাবাঘের দেখা মিলেছে। ক্যামেরায় বিপন্ন প্রজাতির বাঘ দুটির ছবি তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। আরদাবিল প্রদেশের পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হাসান ঘাসেমপুর এই তথ্য জানিয়েছেন।ঘাসেমপুর বলেন, প্রদেশের কাউসার কাউন্টিতে অবস্থিত দারবন্দ মাশকুল অভয়ারণ্যে পরিবেশবিদরা চিতাবাঘ দুটিকে দেখেছেন এবং ছবি তুলেছেন।তিনি আরও জানান, প্রায় চার বছর আগে ২০১৮ সালে একই এলাকায় দুটি শাবক সহ একটি পারস্য চিতাবাঘের দেখা মেলে।দারবন্দ মাশকুল অঞ্চলে পারস্য চিতাবাঘের বসবাসের একটি ভাল পরিবেশ রয়েছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় লোকেরা বিরল প্রজাতির প্রাণীটির প্রতি সত্যিই বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সূত্র: মেহর নিউজ।