সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে যেকোনো হামলা ইরানি জাতির সঙ্গে ‘পূর্ণমাত্রার’ যুদ্ধ হিসেবে গণ্য হবে: প্রেসিডেন্ট

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৯, ২০২৬ 

news-image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর বিরুদ্ধে যেকোনো হামলা ইরানি জাতির সঙ্গে একটি “পূর্ণমাত্রার যুদ্ধ”-এর সমতুল্য হবে।

রোববার নিজের এক্স (X) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত অমানবিক নিষেধাজ্ঞাগুলোই ইরানি জনগণের অর্থনৈতিক দুর্দশার অন্যতম প্রধান কারণ।

শনিবার আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, সাম্প্রতিক দাঙ্গায় বিদেশি-সংশ্লিষ্ট উপাদানগুলোর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের মূল দায়ী হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিবেচনা করে।

নেতা বলেন, “ইরানি জাতির বিরুদ্ধে আনা হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতি এবং মিথ্যা অভিযোগের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দায়ী,” এবং ট্রাম্পকে একজন অপরাধী বলে অভিহিত করেন।

দিনের পরে ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে তার আগের বক্তব্যের পুনরাবৃত্তি করেন এবং আয়াতুল্লাহ খামেনেয়ীর নেতৃত্বের অবসান দাবি করেন।

ট্রাম্প POLITICO-কে বলেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।”

গত মাসের শেষদিকে শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে যে কর্মসূচি শুরু হয়েছিল, তা পরে সহিংস রূপ নেয়। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উসকানি এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় দাঙ্গাকারীরা ইরানের বিভিন্ন শহরে তাণ্ডব চালায়, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের হত্যা করে এবং জনপরিকাঠামোর ওপর হামলা চালায়।

সূত্র: প্রেস টিভি