বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আফ্রিকায় ওষুধ রপ্তানিতে নজর ইরানের

পোস্ট হয়েছে: মে ৭, ২০২৪ 

news-image

আফ্রিকার ২০টি দেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানির সম্ভাবনা রয়েছে ইরানের। এই সম্ভাবনার কথা জানিয়েছেন ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের (আইএফডিএ) আন্তর্জাতিক বিষয়ক পরিচালক হামিদ রেজা ইনানলু।

তিনি বলেন, আফ্রিকার ২০টিরও বেশি দেশ এই সপ্তাহের শুরুতে দ্বিতীয় ইরান-আফ্রিকা বাণিজ্য শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছে। এটি স্বাস্থ্য-ভিত্তিক পণ্য রপ্তানির ক্ষেত্রে আফ্রিকান রাষ্ট্রগুলির সাথে আরও সহযোগিতা জোরদারের ক্ষেত্র তৈরি করবে।

হামিদ রেজা বলেন, আফ্রিকার ২০০ জন ব্যবসায়ী সম্মেলনে অংশ নেন। এতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে দেশের শিল্প সক্ষমতা ব্যবসায়ীদের কাছে তুলে ধরা হয়। সূত্র: মেহর নিউজ