আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় ইরানি শিল্পীর শীর্ষ পুরস্কার লাভ
পোস্ট হয়েছে: অক্টোবর ২৫, ২০২০
সিয়েনা আন্তর্জাতিক ফটো অ্যাওয়ার্ডস এ পুরস্কার জিতলো একজন ইরানি ফটোগ্রাফার। উৎসবের ‘‘অ্যাট্রাক্টিভ ফেসেস অ্যান্ড পারসোনালিটিজ’’ বিভাগে সৃজনশীল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড লাভ করেছে।
সিয়েনা আন্তর্জাতিক ফটো অ্যাওয়ার্ডস বিশ্বের অন্যতম সবচেয়ে জনপ্রিয় ফটোগ্রাফি প্রতিযোগিতা। প্রতি বছর ১৬০টি দেশের প্রায় ৫০ হাজার ফটো ফ্রেম থেকে উৎসবের চূড়ান্ত ছবিগুলো বাছাই করা হয়।
এবছর ইরানি ফটোগ্রাফার ফাত্তাহ জি নৌরি প্রতিযোগিতায় সৃজনশীল ফটোগ্রাফির জন্য বিশ্ব পুরস্কার ঘরে তুলতে সক্ষম হন। আন্তর্জাতিক এই ফটো প্রতিযোগিতার ‘‘অ্যাট্রাক্টিভ ফেসেস অ্যান্ড পারসোনালিটিজ’’ বিভাগে তিনি দ্বিতীয় শীর্ষ ফটোগ্রাফার হওয়ার সৌভাগ্য লাভ করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।