বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের চার মেডেল

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২০ 

news-image

আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে (আইওআই ২০২০) ইরানের শিক্ষার্থীরা তিনটি স্বর্ণপদক ও একটি রৌপ্যপদক জিতেছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত স্কুল–কলেজের শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার এবারের ৩২তম পর্বে তারা এসব পদক জিতে।

ইরানি শিক্ষার্থী শায়ান পারদিস, আলি সাফারি ও কাসরা মাজাহেরি স্বর্ণপদক জিতেছ এবং আবোলফজল সোলতানি জিতেছে রৌপ্যপদক। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডের এবারের আসরে তারা মোট চারটি পদক ঘরে তোলেন।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিজয়ীদের র‌্যাঙ্কিংয়ে বিশ্বে চতুর্থ স্থান দখল করে ইরানি দল। প্রতিবেদন মতে, চায়না, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার দল যথাক্রমে প্রথম থেকে তৃতীয় স্থান লাভ করে।

করোনা ভাইরাস মহামারির কারণে এবার ৩২তম আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াড ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ভারচুয়ালি অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।