সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

English

আইসিপিসিতে পশ্চিম এশিয়ায় শীর্ষে ইরানি শিক্ষার্থীরা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২৪ 

news-image

শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা পশ্চিম এশিয়ার দেশগুলির অংশগ্রহণে অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (আইসিপিসি) প্রথম স্থান অধিকার করেছে৷

আন্তর্জাতিক প্রতিযোগিতাটি কাজাখস্তানের আস্তানায় ১৫ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। খবর ইসনার
অনুষ্ঠানে প্রতিটি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী শতাধিক দেশের ৭৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

আলি সাফারি, আলিরেজা কেশভারজ এবং আমির-মোহাম্মদ শাহরেজাইয়ের সমন্বয়ে গঠিত হয়
ইরানি দল।শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্বব্যাপী ১৩তম স্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি হার্ভার্ড ইউনিভার্সিটি, সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার সাথে একই অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, আইসিপিসি হচ্ছে একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ছাত্র প্রোগ্রামিং অলিম্পিয়াড। সূত্র: তেহরান টাইমস