আইসিপিসি’তে ইরানি শিক্ষার্থীদের সাফল্য
পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০২৫

সপ্তম ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ পেপারস কনফারেন্স এবং অলিম্পিক (আইসিপিসি) ২০২৫-এ তরুণ ইরানি উদ্ভাবকরা দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্য পদক জিতেছে।
কোরিয়া বিশ্ববিদ্যালয় উদ্ভাবন সমিতি আয়োজিত এই প্রতিযোগিতাটি ১৬ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কাজাখস্তান, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং চীন সহ ১৩টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়। খবর মেহর সংবাদ সংস্থার।
অংশগ্রহণকারী দলগুলি মেকাট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রোগ্রামিং, ইলেকট্রনিক্স, রসায়ন ও ন্যানোপ্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও জ্ঞানীয় বিজ্ঞান, নতুন শক্তি, পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার মতো বিভিন্ন ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা করে।
ইরানের আলিরেজা জাফরনেজাদ এবং মেহরান রাজাবি মেকাট্রনিক্সে স্বর্ণপদক জিতেছে। মোয়েদ রাজাবি এবং হেলেনা রাজাবি এআইতে স্বর্ণপদক জিতেছে। তাহা কানানি এবং মোহাম্মদ-হোসেইন রহমানি রসায়ন এবং ন্যানোপ্রযুক্তিতে রৌপ্য পদক পেয়েছে। সূত্র: তেহরান টাইমস