মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

অ্যাকাডেমিয়া মিউজিক অ্যাওয়ার্ড জিতলেন ইরানি সঙ্গীতশিল্পী আয়দিন

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৪ 

news-image
ইরানের সঙ্গীতশিল্পী আয়দিন কাজেমিজাদ ‘‘হাজাস্তম ও ভাজাস্তম’’ অ্যালবামের জন্য শিশুদের সঙ্গীত অ্যালবাম বিভাগে অ্যাকাডেমিয়া মিউজিক অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। ইরানের ইনস্টিটিউট ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট (আইআইডিসিওয়াই) সোমবার এই ঘোষণা দিয়েছে।
অ্যালবামটি আয়দিন কাজেমিজাদ এবং বিখ্যাত ইরানি শিশু কবি মোস্তফা রহমানদুস্তের মধ্যে সহযোগিতার একটি প্রতীক। কাজেমিজাদ বিশেষভাবে চার বা তার বেশি বয়সের শিশুদের জন্য এটি রচনা ও সাজিয়েছেন।
আইআইডিসিওয়াই-এর সিনেম্যাটিক অ্যাফেয়ার্স অ্যান্ড থিয়েটার বিভাগের মিউজিক ইউনিটের তত্ত্বাবধানে তৈরি অ্যালবামটিতে কবিতার একটি সংকলন রয়েছে। সঙ্গীত, চলাফেরা এবং খেলার মাধ্যমে শিশুদের দক্ষতা ও ক্ষমতা বিকাশ করাই এটির লক্ষ্য। সূত্র: তেহরান টাইমস