সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্ট্রিয়ায় সেরা প্রামাণ্যচিত্রের অ্যাওয়ার্ড জিতলো ‘পারিজাদ’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২১ 

news-image

অস্ট্রিয়ার ফেস্টিভ্যাল অব ন্যাশন চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের অ্যাওয়ার্ড জিতেছে ইরানি প্রামাণ্যচিত্র ‘পারিজাদ’। মেহদি ইমানি শামিরি পরিচালিত ও প্রযোজিত প্রামাণ্যচিত্রটি সম্প্রতি জার্মানির গোল্ডেন ট্রি ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফেস্টিভ্যালের চূড়ান্ত বিভাগে উত্তীর্ণ হয়। ইতালির ফেস্টিভ্যাল ডেল সিনেমা আল’আপেরতোতে সেরা প্রামাণ্যচিত্র হিসেবে পরিচিতি লাভ করে।

অস্ট্রিয়ায় ৯ থেকে ১৪ সেপ্টেম্বর ফেস্টিভ্যাল অব ন্যাশন চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

‘পারিজাদ’ নির্মাণ করা হয় ২০১৯-২০২০ সালে। ছবিটিতে চাশম গ্রামের নারীদের তৈরি অন্যতম একটি হস্তশিল্প পণ্য তুলে ধরা হয়। প্রামাণ্যচিত্রটি এক ধরনের বিশেষ কম্বল ‘গেলিচ’  নিয়ে নির্মাণ করা হয়েছে। এটি একমাত্র চাশম গ্রামেই বোনা হয়। এই কম্বল নিয়ে মা ও নানীদের সুন্দর সুন্দর অনেক গল্প আছে যা ‘পারিজাদে’ তুলে ধরা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।