বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

অন্যান্য দেশের সাথে ইরানের বাণিজ্য বেড়েছে ১১ শতাংশ

পোস্ট হয়েছে: এপ্রিল ২৯, ২০২৫ 

news-image

ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাক বলেছেন, ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তার দেশের বাণিজ্য বিনিময়ের পরিমাণ ১৩০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।

সোমবার তেহরানের স্থায়ী আন্তর্জাতিক মেলায় আয়োজিত ‘ইরান এক্সপো ২০২৫’ শীর্ষক ইসলামি প্রজাতন্ত্রের ৭ম রপ্তানি সম্ভাবনা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই তথ্য জানান। জোর দিয়ে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষ্ঠুর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক বিনিময়ের হার বেড়েছে।

মন্ত্রী আরও বলেন, ইরান গত ইরানি ক্যালেন্ডার বছরে (২১ মার্চ ২০২৪ থেকে ২০ মার্চ ২০২৫) ১৫২ মিলিয়ন টন পণ্য অন্যান্য দেশে রপ্তানি করেছে। যার মূল্য ৫৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। সূত্র: মেহর নিউজ