অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তিতে রানার্স আপ ইরান
পোস্ট হয়েছে: অক্টোবর ২৬, ২০২২
ইরানের ফ্রিস্টাইল দল ২০২২ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অধিকার করেছে।স্পেনের পন্তেভেদ্রায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইরানি কুস্তিগিররা চারটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক জিতেছেন।১৪১ পয়েন্ট নিয়ে দলের শিরোপা জিতেছে জর্জিয়া। ফেভারিট ইরান ১৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়ন আমিরহোসেন ফিরোজপুর এবং আমিররেজা মাসুমি নিজ নিজ বয়স-গ্রুপে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তির শিরোপাও জয় করেছেন। তৃতীয় সোনা জিতেছেন মোহাম্মদসাদেঘ ফিরোজপুর। তিনি আজারবাইজানের খাদঝিমুরাদ গাদঝিয়েভকে ৫-২ কেজিতে ৭৪ কেজি ওজন বিভাগে পরাজিত করেছেন। সূত্র: তেহরান টাইমস।