অনুন্নত এলাকার উন্নয়নে যেভাবে কাজ করবে ইরানের জ্ঞান-ভিত্তিক ফার্মগুলি
পোস্ট হয়েছে: জুন ১৩, ২০২৩
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি সোমবার বলেছে, ইরানের ৩০০টি জ্ঞান-ভিত্তিক কোম্পানি অনুন্নত অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করবে। এক্ষেত্রে নিজেদের সক্ষমতা তুলে ধরতে এসব অঞ্চলে একটি প্রদর্শনীতে অংশ নেবে ফার্মগুলি।
ভাইস-প্রেসিডেন্সি জানায়, ‘আবাদিরান’ বা ‘ইরানের উন্নয়ন’ নামে একটি প্রদর্শনী রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য সারা দেশে অনুন্নত অঞ্চলে দারিদ্র্য দূর করার জন্য জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির সক্ষমতা পরিচয় করিয়ে দেওয়া।
ইরানের ভাইস প্রেসিডেন্সির মতে, প্রদর্শনীটি সেই অনুন্নত অঞ্চলে বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা মোকাবেলায় ৩০০টি জ্ঞান-ভিত্তিক সংস্থার সক্ষমতার পরিচয় দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে।
জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলি কর্মসংস্থান সৃষ্টি এবং অন্যান্য ব্যবসা বিকাশের মাধ্যমে অনুন্নত অঞ্চলে দারিদ্র্য দূর করতে সাহায্য করতে পারে।
প্রদর্শনীটি আগামীকাল শুরু হবে এবং ইরানের রাজধানী তেহরানের উত্তরে ইমাম খোমেইনি মোসাল্লায় ১৫ জুন পর্যন্ত চলবে। সূত্র: মেহর নিউজ।