‘ইরান-ওমান সামরিক সম্পর্ক মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদার করবে’


ইরান ও ওমানের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমেই বাড়ছে। আজ (মঙ্গলবার) ওমানে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাচে ক্যাপ্টেন মুহাম্মদ রেজা পুরজাসেম বলেছেন, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা মধ্যপাচ্যে শান্তি ও নিরাপত্তা জোরদার করতে পারে। তিনি আরও বলেছেন, ইরান ও ওমানের মধ্যে সামরিক সম্পর্ক অতীতের ভ্রাতৃত্ব ও মর্যাদার ওপর নির্ভরশীল।relation between Iran and Oman

জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে মাসকাটে অবস্থিত ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুরজাসেম আরও বলেছেন, দুই দেশের মধ্যে যৌথ সামরিক কমিটি গঠন, যৌথ নৌমহড়ার আয়োজন ও সামরিক ক্যাডেট বিনিময়ের ঘটনা তেহরান ও মাসকাটের মধ্যে শক্তিশালী সামরিক সহযোগিতারই প্রমাণ। দুই দেশের নেতারাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে তিনি মন্তব্য করেছেন।

গত মাসে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ওমান সফর করেছেন। এ সময় দুই দেশের শীর্ষ নেতারা সামরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তেহরান রেডিও, ২২ এপ্রিল, ২০১৪