ইরান মহাশূন্যে মানুষ পাঠাবে


ইরানের সশস্ত্র বাহিনীর লজিস্টিক সাপোর্ট ও প্রতিরক্ষা বিষয়কমন্ত্রী ঘোষণা করেছেন যে, অনুসন্ধানী উপগ্রহ ‘পীশগাম’ মহাশূন্যে প্রেরণ ও তা ফেরত আনা পরবর্তী পর্যায়ে মহাশূন্যে মানুষ পাঠানোর ক্ষেত্রে ইরানের প্রথম পদক্ষেপ হিসেবে গণ্য।

ফার্স সংবাদ সংস্থার খবরে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী জনাব আহমদ ওয়াহীদী অনুসন্ধানী ভূউপগ্রহ ‘পীশগাম’ মহাশূন্যে সাফল্যজনকভাবে উৎক্ষেপণ ও ফিরে আসার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, পীশগাম সাফল্যজনকভাবে মহাশূন্যে উৎক্ষিপ্ত হয়েছে এবং তার মিশন শেষ করে ফিরে এসেছে। এটি হচ্ছে পরবর্তী পদক্ষেপে শূন্যে মানুষ পাঠানোর অগ্রিম পদক্ষেপ।