মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সুইডিশ ফুটবল ক্লাবে ইরানি মিডফিল্ডার রহমানি

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২১ 

news-image

দ্বিতীয় স্তরের সুইডিশ দল ডালকুর্ড এফএফ এ যোগ দিলেন ইরানি মিডফিল্ডার বখতিয়ার রহমানি। ক্লাবটির সাথে তিনি তিন বছরের চুক্তিতে আবদ্ধ হলেন।

রহমানি ডালকুর্ড ডটএসই কে বলেন, এই সুযোগ পাওয়ার জন্য প্রভুর প্রতি কৃতজ্ঞ। আমি ডালকুর্ডকে ভালোবাসি। তাই ক্লাবটিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। এটা দুঃখের বিষয় যে, আমি আরও আগে যোগ দিতে পারেনি। তবে কখনও যোগ না দেয়ার চেয়ে দেরি করে হলেও যোগ দেয়াতে ভালো হয়েছে এবং আমি আশা করি ক্লাবটিকে সাহায্য করতে পারব।

২৯ বছর বয়সী এই ফুটবলার ইরানি ক্লাব ফুলাদে ২০০৭ সালে ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ইসতেঘলাল, সেপাহান, ট্রাক্টর ও সানাত নাফতের হয়ে খেলেছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।