বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

৩০ হাজার ইরানি এবার আরবাঈন যাত্রায় যোগ দিচ্ছেন  

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২১ 

news-image

ইরানের আরবাঈন কেন্দ্রীয় সদরদফতর ইরাকে ইরানের দূতাবাসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দেশটির সরকার বলেছে যে ৩০ হাজার ইরানি নাগরিক এবার আরবাঈনে অংশ নিতে পারবেন।আরবাঈনে অংশগ্রহণকারীদের ৭২ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষা করে করোনাভাইরাস নেগেটিভের বিষয়টি নিশ্চিত করতে হবে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ৬ সেপ্টেম্বর এক সাংবাদকি সম্মেলনে হোসেইন জোলফাগারি জানান যারা ইতিমধ্যে কোভিডের দুটি ডোজ টিকা দিয়েছেন এবং যাদের কোনো কোভিড ভাইরাসের উপসর্গ নেই তারা ইরাকে আরবাঈন যাত্রায় অংশ নিতে পারবেন। তবে পদযাত্রায় ইরাকে যাওয়া যাবে না। ইরানের ৬টি বিমান বন্দর এক্ষেত্রে ব্যবহার করতে হবে। কোভিড সংক্রমণ এড়াতেই ইরানের সকল সীমান্ত পথ দিয়ে আরবাঈন যাত্রায় রওনার ব্যাপারে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এ বিধি নিষেধ ভেঙ্গে কেউ ইরাকে আরবাঈন যাত্রায় প্রবেশ করলে তাকে শাস্তি ও জরিমানার মুখোমুখি হতে হবে। ইরান প্রেস