শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

English

সাংহাই চলচ্চিত্র উৎসবে ইরানের ১৩ ছবি

পোস্ট হয়েছে: জুন ১১, ২০১৮ 

news-image

চীনে অনুষ্ঠিতব্য ২১তম সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (এসআইএফএফ) অংশ নেবে ইরানের ১৩টি ছবি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিদ্বন্দ্বিতা ও অপ্রতিদ্বন্দ্বিতা বিভাগে ছবিগুলো দেখানো হবে।

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ২১তম আসর ইরানি নির্মাতা রামতিন লাভাফিপৌরের ফিচার ছবি ‘হ্যাট্রিক’ এর প্রিমিয়ার শো দিয়ে শুরু হবে। ছবিটি প্রতিদ্বন্দ্বিতা করবে উৎসবের মূল প্রতিদ্বন্দ্বিতা বিভাগে। অন্যদিকে, এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে দেখানো হবে ইরানি চলচ্চিত্রকার পৌইয়া বাদকৌবেহর ‘ড্রেসেজ’।

উৎসবের অপ্রতিদ্বন্দ্বিতা বিভাগে অংশ নেবে নির্মাতা শাহরাম মোকরির ‘ইনভ্যাসন’, মোহাম্মাদ রাসৌলফের ‘এ ম্যান অব ইনটেগ্রিটি’, মিলাদ আলামির ‘দ্যা চারমার’। এ বিভাগে আরও দেখানো হবে ফরাসি-জার্মানি-চিলি-ডাচ যৌথ প্রযোজিত ও ইরানি চলচ্চিত্র নির্মাতা আলিরেজা খাতামি পরিচালিত ছবি ‘অবলিভিয়ন ভারসেস’।

এছাড়া অপ্রতিদ্বন্দ্বিতা বিভাগে ইরানি চলচ্চিত্র নির্মাতা শিরিন নেশাত পরিচালিত ও জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, মরোক্কো ও লেবাননের যৌথ প্রযোজনার ছবি ‘লুকিং ফর আউম কুলথুম’ এবং ইরানি নির্মাতা মেহদি আভাজ পরিচালিত, ড্যানিশ প্রযোজনার ছবি ‘হোয়াইল উই লিভ’ প্রদর্শিত হবে।

চলচ্চিত্র উৎসবের অ্যানিমেশন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরানি নির্মাতা আলি নৌরির ‘রিলিজ ফ্রম হ্যাভেন’। হোসেইন নামাজির ‘অ্যাপেনডিক্স’ অংশ নেবে সিল্ক রোডের চলচ্চিত্র সপ্তায়। অপরদিকে, কিংবদন্তি ইরানি চলচ্চিত্রকার মজিদ মাজিদির ‘বিইয়ন্ড দ্যা ক্লাউডস’ দেখানো হবে ভারতীয় চলচ্চিত্র সপ্তাহ বিভাগে।

২১তম সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (এসআইএফএফ) পর্দা উঠবে আগামী ১৬ জুন। দশ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবটি শেষ হবে ২৫ জুন। সূত্র: মেহর নিউজ এজন্সি।