শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

English

শরতের প্রকৃতি ইরানকে করেছে রূপময়

পোস্ট হয়েছে: নভেম্বর ৩, ২০১৬ 

news-image

ইরান চার ঋতুর দেশ। ঋতুগুলো হচ্ছে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। ইরানের প্রকৃতিতে এখন শরৎ কাল চলছে।শরৎ শুরু হওয়ার সাথে সাথে এখানে গ্রীষ্মের প্রচণ্ড গরম কমে যেতে থাকে এবং বাতাসের উষ্ণতাও আস্তে আস্তে ঠাণ্ডা হতে থাকে। সে  কারণে গ্রীষ্মের হালকা-পাতলা জামা-কাপড় তুলে রেখে মানুষ আস্তে আস্তে ভারি ও গরম জামা-কাপড় পরতে শুরু করে। সেইসাথে বাসা পরিবর্তন করে মানুষ উষ্ণ এলাকার দিকে যায়।

4bkbff6921d19agt2a_800c450-1

ইরান ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় শরৎ ও বসন্ত কাল। এ সময় প্রকৃতিতে আকর্ষণীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। নানারকম ফুলে ফলে সুশোভিত হয় আলবোর্জ পর্বতমালা থেকে কাম্পিয়ান সাগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকার সমভূমি, তৃণভূমি ও বনবাদাড়।

ইরানে শরতের প্রকৃতির চমৎকার রূপ লাবন্য দেখে মানুষ মোহিত হয়ে পড়ে। এ সময় বহু পর্যটক ইরান ভ্রমণ করেন। সূত্র: পার্সটুডে

4bkbc624f611a5gt2d_800c450

4bkb2d8bee4dd6gt2g_800c450

4bkbf23166696egt2v_800c450

4bkb46fe6d5dcegt31_800c450

4bkbf4d52cfec3gt37_800c450

4bkba4a425ec25gt2j_800c450

4bkb46f09573b5gt2p_800c450