বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

মুক্তি পেলেন ইরানি ও মার্কিন বন্দীরা

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০১৬ 

news-image

ইরান ও আমেরিকার মধ্যে বন্দী বিনিময়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় ইরানি বংশোদ্ভূত চারজন মার্কিন নাগরিককে এবং মার্কিন কারাগারে আটক সাতজন ইরানি নাগকিকে মুক্তি দেয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। ইরানের বিচার বিভাগের পক্ষ থেকেও এ খবর নিশ্চিত করা হয়েছে।

মার্কিন কারাগার থেকে মুক্তি পাওয়া ইরানি নাগরিকরা হচ্ছেন- নাদের মদানলু, বাহরাম মেকানিক, খসরু আফকাহি, আরাশ কাহরেমান, তুরাজ ফারিদি, নিমা গোলেস্তানেহ এবং আলী সাবুনি। অন্যদিকে ইরানের কারাগার থেকে মুক্তি পাওয়া মার্কিন নাগরিকরা হচ্ছেন- ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জ্যাসন রেজাইয়ান, সিয়ামাক নামাজি, আমির হেকমাতি ও সাঈদ আবেদিনি।

এছাড়া, আমেরিকার কারাগারে বন্দী ইরানের আরো ১৪ জন নাগরিকের বিচার না করার বিষয়েও ওই চুক্তিতে একটি ধারা সংযোজন করা হয়েছে। এ ১৪ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন সরকার অভিযোগ করেছিল যে, তারা আমেরিকা থেকে অস্ত্র কিনে ইরানে আনার চেষ্টা করেছিলেন। সূত্র: আইআরআইবি