বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিশ্ব সেরার তালিকায় ইরানের ২২ মেডিকেল বিশ্ববিদ্যালয়

পোস্ট হয়েছে: জানুয়ারি ২০, ২০২০ 

news-image

বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান পেয়েছে ইরানের ৬৫টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে মেডিকেল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় রয়েছে ২২টি। নিবন্ধ ও সাইটেশন প্রকাশের সংখ্যার ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার ইরানের স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী রেজা মালেকজাদেহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ কে এসব তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় এক শতাংশ গবেষকদের মধ্যে ইরানের রয়েছে ৩৫৪ জন। এদের মধ্যে ৯০ জন মেডিকেল বিজ্ঞান খাতে গবেষণা পরিচালনা করছেন। নিবন্ধ ও সাইটেশন সংখ্যার দিক দিয়ে ২০১৯ সালে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির প্রশংসা করে উপমন্ত্রী বলেন, ইরান নিবন্ধ সংখ্যায় একধাপ উন্নতি করেছে, বর্তমানে দেশটি ১৫তম অবস্থানে রয়েছে। অন্যদিকে সাইটেশন সংখ্যার দিক দিয়ে বিশ্বে ১৪তম স্থানে রয়েছে।

মালেকজাদেহ এলিট ও গবেষকদের সহায়তা করার আহ্বান জানান। বলেন, এই ধরনের প্রচেষ্টা তাদের দেশে রাখতে সাহায্য করবে। সূত্র: ইরান ডেইলি।