শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

English

বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে ইরানের আমিরির স্বর্ণজয়

পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০১৯ 

news-image

দুবাই ২০১৯ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন ইরানি অ্যাথলেট হামেদ আমিরি। বুধবার পুরুষদের জ্যাভেলিন থ্রো (বর্শা নিক্ষেপ) এফ৫৪ এ তিনি প্রথম স্থান অধিকার করেন।

আমিরি ২৯ দশমিক ৭৭ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে গ্রীক অ্যাথলেট ম্যানোলিস স্টেফ্যানুদাকিসকে এক সেন্টিমিটার পেছনে ফেলেন। ঘরে তোলেন সোনার মেডেল। এই বিভাগে ২৯ দশমিক ৬৮ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে ব্রোঞ্জ মেডেল জিতেছেন রুশ অ্যাথলেট অ্যালেকসেই কুজনেতসোভ।

ইরানের পক্ষে পুরুষদের শট পুট এফ১১ এ স্বর্ণপদক জিতেছেন মাহদি ওলাদ, পুরুষদের শট পুট এফ৫৩ এ রুপা জিতেছেন আলিরেজা মোখতারি, পুরুষদের শট পুট এফ৩৪ এ রুপা জিতেছেন মেহরান নেকুয়েই, পুরুষদের শট পুট এফ৪২ এ ব্রোঞ্জ জিতেছেন সাজাদ মোহাম্মাদিয়ান, পুরুষদের ডিসকাস থ্রো এফ ৫৬ এ রুপা জিতেছেন আলি মোহাম্মাদিয়ারি এবং মেয়েদের জ্যাভেলিন এফ৫৬ এ রুপা জিতেছেন হাশেমিয়েহ মোতাকিয়ান।  

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৭ নভেম্বর ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শুরু হয়। ইভেন্টের পর্দা নামবে ১৫ নভেম্বর। এতে ১২০ দেশের এক হাজার চারশর অধিক অ্যাথলেট অংশ নিয়েছেন। সূত্র: তেহরান টাইমস।