বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফ্লোরেন্স নাইটেঙ্গেল পদক পেলেন ইরানি ডাক্তার নাসের 

পোস্ট হয়েছে: মে ২৫, ২০২১ 

news-image

ফ্লোরেন্স নাইটেঙ্গেল পদক– ২০২১ পেলেন ইরানি ডাক্তার নাসের এমাদি চাশমি। চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়। ইসলামি প্রজতন্ত্র ইরানের রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে দেশের জন্য তিনি এ গৌরব বয়ে আনেন।চাশমি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এমএসএফ টিমের সদস্য। সংঘাত ও দুর্যোপূর্ণ এলাকায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় ডাক্তার নাসের দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছেন। এবছর ১৮টি দেশের ২৫ জন নার্সকে অসাধারণভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্যে ফ্লোরেন্স নাইটেঙ্গেল পদক দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য ও নার্সিং শিক্ষায় অসামান্য অবদানের জন্যে এ পদক দেওয়া হয়। গত বছর সারাবিশ্বে কোভিড মহামারি শুরু হওয়ার পর অনেক কঠিন পরিস্থিতিতে বিভিন্ন দেশের নার্সস্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। এ দায়িত্ব পালন করতে গিয়ে তাদের অনেকে প্রাণ হারিয়েছেন। টানা দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে মানসিক চাপে বিপর্যস্ত হয়ে পড়লেও চিকিৎসা সেবা থেকে সরে দাঁড়াননি। অনেকে সংক্রমণের শিকার হয়েছেন। আন্তর্জাতিক নার্স দিবসে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া হয়। মেহর