শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্যারালিম্পিকে ইরানের পতাকা যাত্রা

পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০২১ 

news-image

টোকিওতে ২০২০ প্যারালিম্পিক গেমসে অংশগ্রহণকারী দেশগুলোর কুচকাওয়াজে পতাকা মিছিল করলেন ইরানি প্রতিনিধি দল। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের নারী তীরন্দাজ জাহরা নেমাতি ও পুরুষ থ্রোয়ার মোহাম্মাদ আরেখি ইরানি পতাকা বহন করেন।

২০২০ প্যারালিম্পিকের ১০টি স্পোর্টসে ইরানের ৬২জন অ্যাথলেট অংশ নিয়েছেন। তেহরান টাইমসের প্রতিনিধি মাসুদ হোসেইন টোকিও থেকে এই খবর দেন।

২০০০ সালে ইরান সিডনি প্যারালিম্পিকে ৪০ জন অ্যাথলেট পাঠায়। এরপর এটিই হচ্ছে প্যারালিম্পিকে অংশ নেওয়া ইরানের সবচেয়ে ছোট দল।

স্থানীয় সময় রাত ৮টায় টোকিওর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হয়। এবারের প্যারালিম্পিকে ১৬১টি দেশ ও অঞ্চলের ৪ হাজার ৪০৩জন অ্যাথলেট অংশ নিয়েছেন। সেই সাথে এবার একটি ছোট শরণার্থী দলও অংশ নিয়েছে। সূত্র: তেহরান টাইমস।