শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পশ্চিম আজারবাইজানে পর্যটন প্রকল্পে ১৭শ মানুষের কর্মসংস্থান তৈরি

পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০২১ 

news-image

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশে পর্যটন সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে বিনিয়োগে বিগত ফারসি বছরে (২০ মার্চ ২০২০ থেকে ১৯ মার্চ ২০২১) ১ হাজার ৭৬৭ জনের কর্মসংস্থান তৈরি হয়েছে।

পশ্চিম আজারবাইজানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্পের মহাপরিচালক জলিল জাব্বারি বলেছেন, হ্যান্ডিক্র্যাফ্ট উৎপাদকদের লাইসেন্স প্রদান করায় সবচেয়ে বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি হয়েছে। এক্ষেত্রে ৫৪৯ জনের কর্মসংস্থান তৈরি হয়েছে। শুক্রবার ইরনা এই খবর দিয়েছে।

তিনি জানান, ২০২০ সালের মার্চে ফারসি বছরের শেষে পর্যটন উন্নয়ন প্রকল্পগুলোতে ৩১২জনের কর্মসংস্থান তৈরি হয়েছিল। সূত্র: তেহরান টাইমস।