শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

English

পরিবারকে একত্রিত করে রমজান

পোস্ট হয়েছে: জুন ২১, ২০১৬ 

news-image
রমজান এলে পরিবারের সঙ্গে ইফতার করার সময়টি একটি আনন্দদায়ক সময় হয়ে দাঁড়ায়। বিশেষ করে দিনভর রোযা পালনের পর ইফতারির সময়ে পরিবারের সদস্যরা মিলিত হতে পারেন। একই সঙ্গে রোজার সময় শারীরিক অনুভূতি পরস্পরকে সান্নিধ্যে আনে পবিত্রতার মূহুর্ত নিয়ে। ইফতারে পারিবারিক সম্মিলন আনন্দঘন হয়ে ওঠে। এবিষয়টি রোজা থেকে এক সামাজিক শিক্ষা দেয়। যা পারিবারিকভাবে সবাইকে আপন করে তোলে।
একই সঙ্গে রোজার বিধিনিষেধ এমন এক সাংস্কৃতিক আবহ তৈরি করে যা নিজের চেয়ে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভাবতে সাহায্য করে। রোজা এমন এক অনুভূতি তৈরি করে যা আত্মত্যাগের ধারণা মনে বদ্ধমূল করে দেয়। এর ফলে আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারি আমরা। রোজা ভবিষ্যতে মানবতার কল্যাণকামী হিসেবে প্রত্যেককে এমনভাবে প্রশিক্ষণ দেয় যা একক হলেও শেষ পর্যন্ত সামাজিকভাবে একটি শিক্ষা অর্জনে সহায়ক হয়ে ওঠে।   সূত্র: প্রেস টিভি