শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

নানা আয়োজনে ইরানে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০১৭ 

news-image

নানা আয়োজনে ইরানে পালিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে ইরানের বিশাল চলচ্চিত্র পরিবারের প্রতি অভিনন্দন বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি।মঙ্গলবার দেয়া বার্তায় কাশেমি বলেন, ‘পথচলার একশ বছরে ইরানি সিনেমা নজীরবিহীন, প্রশংসনীয় ও সদা চিরস্থায়ী চলচ্চিত্র কার্যক্রম পরিচালনা করেছে। যারা এই ভূখণ্ডের সংস্কৃতি ও শিল্পের জন্য আবেগ-অনুভূতি ভাগাভাগি করে তাদের স্মৃতিতে দিনটি চির স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি বলেন, অসংখ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানি সিনেমার হৃদয়স্পর্ষী ও প্রভাবশালী উপস্থিতি বিশ্বে ইরানি সংস্কৃতি ও শিল্পের স্বচ্ছ ও অগাধ ভাবমূর্তিকে তুলে ধরেছে। ইরানি সিনেমা পরিবারের কঠোর পরিশ্রমী সব সদস্যর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেনে কাশেমি।

উল্লেখ্য, ইরান ২০০০ সাল থেকে ১২ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে উদযপান করে আসছে। এ বছর ইরানি চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি উৎসবের আয়োজন করা হয়। ১৯০০ সালে শুরু হয় ইরানি চলচ্চিত্রের পথচলা। সূত্র: মেহের নিউজ।