শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

English

তেহরানে ‘ফারসির ভাষার মাধুর্য’ শীর্ষক সম্মেলন

পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হল ‘ফারসি ভাষার মাধুর্য’ শীর্ষক তৃতীয় সম্মেলন। গত ৭ আগস্ট রোববার ইসলামি যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ৪ আগস্ট থেকে ইরানের সাদি ইন্সটিটিউট ও আল্লামা তাবাতাবাঈ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৮৩তম ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ক রিফ্রেশার কোর্স। এই কোর্সে অংশগ্রহণকারী বিশ্বের ৪১ টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২১০ জন ছাত্র ও শিক্ষক এই সম্মেলনে উপস্থিত ছিলেন। এই কোর্স চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

ch_283789

এই সম্মেলনে অংশগ্রহণকারী ইয়াং মিন জিয়া নামের এক চীনা ছাত্রী এক সাক্ষাৎকারে বলেন, গবেষণার জন্য ইরান খুবই ভালো একটা দেশ। আমি আমার ইরান সফরের কথা কখনোই ভুলবো না। পর্যটকদের আকৃষ্ট করার মতো এই দেশে অনেক কিছু আছে। তিনি বলেন, ইরানি সংস্কৃতি যেমন সমৃদ্ধ ইরানি মানুষগুলো তেমনি অতিথিপরায়ণ। ইয়াং মিন জিয়া আরো বলেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্রী হিসেবে আমি চাই ইরানের প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করতে। সূত্র: ইকরো অনলাইন

4956738_591_283671

BN3K9033_283681 (1)4_283693 3_283692

4956743_154_283683 (1)

4956786_578_2836774956730_292_283672

5_283694 (1)

4956741_451_283673

BN3K8882_283668 (1)

BN3K8888_283669

BN3K8972_283678 (1)