শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুরস্ক-ইরান-কাতার ট্রানজিট সমঝোতা সই

পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০১৭ 

news-image

ত্রিপাক্ষিক পরিবহন ব্যবস্থা জোরদার ও সংশ্লিষ্ট খরচ কমানোর লক্ষ্যে তুরস্ক, ইরান ও কাতারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।  আইআরআইবির খবরে এ তথ্য জানানো হয়েছে।

রোববার ইরানের রাজধানী তেহরানে ইরানের খনি ও বাণিজ্য মন্ত্রী মোহাম্মাদ শারিয়ত মাদারি, তুরস্কের অর্থমন্ত্রী নিহাত জেইবেকি  ও কাতারের অর্থ ও বাণজ্য মন্ত্রী শেখ আহমাদ বিন জাসসিম বিন মোহাম্মাদ আল থানি সমঝোতাটিতে সই করেন।

এসময় সবপক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তও নেয়।  চুক্তি অনুযায়ী বছরে তিন বার মিটিংয়ের আয়োজন এবং ইরান ও তুরস্কের মালামাল কাতারে পরিবহনের সুযোগ সুবিধা তৈরিতে পদক্ষেপ নেয়ার কাজ করবে এ ওয়ার্কিং গ্রুপটি।

সন্ত্রাসবাদে মদদ দেয়ার কথিত অভিযোগ এনে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত এবং তাদের সাথে মিশর ও ইয়েমেন যখন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে তখন এই সমঝোতাটি সই হলো।

ইরানের এক ট্রানসপোর্ট কর্মকর্তার তথ্য মতে,  চলতি ইরানি বছরের প্রথম ছয় মাসে বিগত বছরের একই সময়ের তুলনায় ইরান হয়ে মালামাল পরিবহন বেড়েছে ২৭ শতাংশ।

সূত্র: তেহরান টাইমস।