বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

English

টোকিও অলিম্পিকে ইরানি কুস্তিগীরের ব্রোঞ্জ মেডেল জয়

পোস্ট হয়েছে: আগস্ট ৫, ২০২১ 

news-image

টোকিও অলিম্পিক গেমসের রেসলিং ইভেন্টে পুরুষদের ৯৭ কেজি ওজন-শ্রেণিতে ব্রোঞ্জ মেডেল জিতেছে ইরানি গ্রেকো-রোমান কুস্তিগীর মোহাম্মাদহাদি সারাভি। মঙ্গলবার ব্রোঞ্জ মেডেল ম্যাচে ফিনল্যান্ডের আরভি মার্টিন স্যাভোলাইনেনকে ৯-২ ব্যবধানে পরাজিত করে এই পদক জয় করেন।

এদিকে ইরানের মোহাম্মাদালি গেরায়েই জাপানের ইয়াবিকুর কাছে পরাজিত হয়ে ব্রোঞ্জ মেডেল জিততে ব্যর্থ হয়েছেন।

সারাভির মেডেল নিয়ে চলমান অলিম্পিকে দ্বিতীয় মেডেল জয় করলো ইরানের প্রতিনিধি দল। এর আগে ইভেন্টের প্রথম দিন ইরানের হয়ে প্রথম পদক ঘরে তোলে জাভাদ ফোরুকি।

মোহাম্মাদরেজা গেরায়েই বুধবার গ্রেকো-রোমানের ফাইনালে পুরুষদের ৬৭ কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিন ফ্রিস্টাইল কুস্তিগীররাও প্রতিযোগিতা শুরু করবেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।