শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

English

‘জ্বালানি চাহিদা পূরণে ইরানের সহযোগিতা চায় বাংলাদেশ’

পোস্ট হয়েছে: অক্টোবর ৪, ২০১৬ 

news-image
বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেনভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশ বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হওয়া উচিত। ইরানের ইসফাহান প্রদেশের গভর্নর রাসুল জারগারপুরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। 
আমির হোসেন আমু বলেনবিশ্বে গ্যাস মজুদের দিক থেকে ইরান দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর বাংলাদেশের রয়েছে ব্যাপক জ্বালানি চাহিদা। ইরান বাংলাদেশকে এ ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। ইরানের সহযোগিতায় বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ করা তার এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানান শিল্পমন্ত্রী।
মান যাচাইয়ের পর বাংলাদেশ ইরানের স্টিলজাত পণ্য আমদানির বিষয়েও সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।
 
বাংলাদেশের শিল্পমন্ত্রী ইসফাহান শহরের প্রশংসা করে বলেনতিনি দেশে ফিরে বহু বাংলাদেশি পর্যটককে ইসফাহানে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন।
 
ইসফাহানের গভর্নর এ সময় বলেনপ্রতি বছর বিশ্বের ৮৬টি দেশ থেকে বহু সংখ্যক পর্যটক ইসফাহান সফর করেন। এ শিল্পের উন্নয়নে ইরান সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।
 
বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বর্তমানে ইরান সফর করছেন। সূত্র:পার্সটুডে