বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

জেনারেল সোলাইমানির জীবনী নিয়ে ডকুড্রামা ‘কাশেম’

পোস্ট হয়েছে: মে ১০, ২০২১ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুর্দস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাশেম সোলাইমানির জীবনী নিয়ে নির্মিত হলো ডকুড্রামা ‘কাশেম’। সম্প্রতি চলচ্চিত্রটি নির্মাণের কাজ সম্পন্ন করেছেন পরিচালক মেহদি ফারসি। ডকুড্রামাটিতে সোলাইমানির জীবনীর প্রতি গভীর অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছে।

আইআরআইআবির প্রামাণ্যচলচ্চিত্র সম্প্রচারকারী টিভি চ্যানেল ‘মোস্তানাদ চ্যানেল’ মঙ্গলবার ‘কাশেম’ ড্রামাটি প্রচার করে। এতে জেনারেল সোলাইমানির শৈশবকাল থেকে ২০২০ সালের জানুয়ারি মাসে বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হওয়া আগ পর্যন্ত ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটির বড় একটা অংশ জুড়ে ইরাকে আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষ গড়ে তুলতে সোলাইমানি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা তুলে ধরা হয়েছে। এছাড়া ড্রামাটিতে ১৯৮০-৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের সময় সোলাইমানির বিরল কিছু ছবিও দেখা যাবে। সূত্র: তেহরান টাইমস।