বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

চলতি বছর বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদনে ২০তম স্থানে ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০১৩ 

news-image

চলতি বছর বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদন ও গবেষণায় বিশ্বে ২০তম স্থান অধিকার করেছে ইসালামি প্রজাতন্ত্র ইরান। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘থমসন রয়টার্সে’র সর্বশেষ জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে।

জরিপ অনুযায়ী, চলতি বছর আন্তর্জাতিক জার্নালগুলোতে ২১ হাজার গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ করেছে ইরান। পাশাপাশি, চলতি বছর ১.৫৭ শতাংশ বৈজ্ঞানিক জ্ঞান উতপাদন করেছে তেহরান।

এর আগে, ২০০০ সালে চিকিতসা বিষয়ক গবেষণাপত্র প্রকাশের দিক বিবেচনায় বিশ্বে ৫৩তম স্থান অধিকার করেছিল দেশটি। ২০১১ সালে এসে ইরান অর্জন করে ২৩তম স্থান।

ইন্সটিটিউট অব সায়েন্টিফিক ইনফরমেশন- আইএসআই জানিয়েছে, ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক জার্নালগুলোতে ইরান ৬০,৯৭৯টি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ করেছে। এছাড়া, ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন সেন্টারের প্রধান জাফর মেহরাদ জানান, বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান ১ম স্থান অর্জন করেছে।

এদিকে, ন্যানোটেকনোলজি বিষয়ক গবেষণা কাজে মধ্যপ্রাচ্যে প্রথম ও বিশ্বে অষ্টম স্থান অর্জন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

রেডিও তেহরান, ১ ডিসেম্বর, ২০১৩