শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

গত বছর ইরানের ওষুধপণ্য উৎপাদন বেড়েছে ২৩ শতাংশ

পোস্ট হয়েছে: মে ৪, ২০২০ 

news-image

ইরানে গত ফারসি বছর (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) ৪৮ দশমিক ২ বিলিয়ন মানব ওষুধ উৎপাদিত হয়েছে। আগের বছরের তুলনায় এই উৎপাদন বেড়েছে ২৩ দশমিক ৭ শতাংশ। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।

মন্ত্রণালয় জানায়, একইসময়ে দেশটিতে ৬ লাখ ৪ হাজার ৫শ টন ডিটারজেন্ট উৎপাদিত হয়েছে। আগের বছরের তুলনায় এই পণ্যটি উৎপাদন কমেছে ৫ দশমিক ১ শতাংশ।

এছাড়া দেশীয় শিল্প কারখানাগুলোতে ৩৬ হাজার টন কীটনাশক উৎপাদিত হয়েছে। আগের বছরের তুলনায় কীটনাশক উৎপাদনে প্রবৃদ্ধি হয়েছে ৩৭ দশমিক ২ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।