শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

কবিতা রাতে সোলায়মানিকে অভিবাদন জানালেন আন্তর্জাতিক সাহিত্যিকরা

পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২২ 

news-image

ইরানের রাজধানী তেহরানে রোববার আয়োজিত আন্তর্জাতিক এক কবিতা রাতে লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলায়মানিকে স্মরণ করলেন বিশ্ব সাহিত্যিকরা।২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন বিমান হামলায় শহীদ হন প্রাক্তন আইআরজিসি কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলায়মানি। গেল রাতে তার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী স্মরণে তেহরানে আর্ট ব্যুরোর আন্দিসেহ হলে এই কবিতা রাতের আয়োজন করা হয়।অনুষ্ঠানে একত্রিত হয়ে ইরান, তুরস্ক, আফগানিস্তান, ইরাক এবং এ অঞ্চলের বিভিন্ন দেশের খ্যাতিমান সাহিত্যিকরা তাদের রচনা করা কবিতা আবৃত্তি করেন।অ্যাকাডেমি অব পার্সিয়ান ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচারের পরিচালক গোলাম আলি হাদ্দাদ-আদেলের বক্তৃতার মাধ্যমে সভা শুরু হয়।তিনি আশুরার ট্র্যাজেডিকে “একটি যৌক্তিক মহাকাব্যিক ঘটনা” হিসেবে উল্লেখ করে বলেন, “এই ঘটনাটি এতটাই মহান যে এটিকে যুক্তি দিয়ে মূল্যায়ন করা যায়; তাই আশুরার ট্র্যাজেডিকে প্রকাশ করার জন্য কবিতা ও সঙ্গীত সাহায্য করেছে।এরপর তিনি আরও বলেন, “শহীদ কাসেম সোলায়মানি চরিত্রটি এতটাই মহাকাব্যিক যে এটি নিছক শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় না, তাই আমাদের কবিতা এবং সঙ্গীতের সাহায্য প্রয়োজন; শিল্পের সাহায্যে সোলায়মানির সত্যতা চিরন্তন হয়ে উঠবে।” সূত্র: তেহরান টাইমস।