শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে পাথরের তৈরি ৫ হাজার প্রাচীন সমাধির সন্ধান

পোস্ট হয়েছে: মে ২৪, ২০১৭ 

news-image
ইরানের সিস্তান বালুচেস্তানে  পাথরের তৈরি প্রাচীন সমাধির সন্ধান পাওয়া গেছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই প্রদেশটির দম্বকোহ প্রত্নতাত্বিক এলাকায় এসব সমাধির সন্ধান মেলে। ৪৩০ হেক্টর এলাকা জুড়ে ৫ হাজারেরও বেশি পাথরের সমাধি রয়েছে সেখানে। এর কোনো কোনো সমাধিতে ২ থেকে ৩ জনকে সমাধিস্থ করা হয়েছে। দেশটির রিসার্চ ইনস্টিটিউট ফর কালচারাল হেরিটেজ অ্যান্ড টুরিজ্যম ওয়েবসাইট এ তথ্য দিয়েছে।
সমাধিগুলো বর্গাকারবৃত্তাকার ও ত্রিভুজাকৃতির। পাথরের এসব সমাধি গঠনের দিক থেকে অন্তত ৯টি ভাগে বিভক্ত। ইরানি প্রত্নতাত্ত্বিক গবেষক দলের প্রধান মোর্তেজা হেসারি জানানএসব সমাধি পার্থিয়ান সাম্রাজ্যের সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব ২৪৭  থেকে ২২৪ খ্রিস্টাব্দ সময়কালের। সূত্র: ফিনান্সিয়াল ট্রিবিউন