শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে তিন হাজার বছরের প্রাচীন সিলভার কাপ আবিষ্কার

পোস্ট হয়েছে: মে ১, ২০২০ 

news-image

ইরানে লৌহযুগ সংশ্লিষ্ট তিন হাজার বছরের প্রাচীন একটি সিলভার কাপ ও ১৪০টি ঐতিহাসিক বস্তু আবিষ্কার হয়েছে। দেশটির আরদাবিল প্রদেশের শাল গ্রামের ঐতিহাসিক সমাধিক্ষেত্রে এগুলো আবিষ্কৃত হয়েছে। মঙ্গলবার আরদাবিল প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থার মহাব্যবস্থাপক নাদের ফাল্লাহি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আরদাবিল প্রদেশের খালখাল সিটিতে পুনরুদ্ধার ও গবেষণা প্রকল্প চলমান রয়েছে। এখানে খনন কাজ পরিচালনার সময় তিন হাজার বছরের প্রাচীন সিলভার কাপটি ও ঐতিহাসিক বস্তুগুলি উদ্ধার হয়।

আবিষ্কৃত বস্তুগলোর বেশিরভাগই লৌহযুগের যুদ্ধসহ ধর্মানুষ্ঠান, ধর্ম ও সামরিক সংক্রান্ত। সংশ্লিষ্ট গবেষণা পরিচালনার পর বস্তুগুলি খালখাল জাদুঘরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ফাল্লাহি।

তিনি বলেন, গবেষণা করতে সময় লাগবে। আবিষ্কৃত বস্তুগুলির তালিকা সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের প্রাচীন গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।