শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের স্টিল উৎপাদন বেড়েছে ৩২ শতাংশ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২১, ২০১৭ 

news-image

গত ১১ মাসে ইরানের স্টিল উৎপাদন বেড়েছে ৩২ শতাংশ। বৈশ্বিকভাবে স্টিল উপাদনের ২০১৭ সালের তথ্য-উপাত্তে এই চিত্র উঠে এসেছে। এটি প্রকাশ করেছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন।

মাসিক ভিত্তিতে অপরিশোধিত স্টিল উৎপাদন চিত্রে দেখা গেছে, ইরানে নভেম্বর মসে ১ দশমিক ৯৫২ মিলিয়ন ও ৮২ টন স্টিল পণ্য উৎপাদন হয়েছে। এর আগের মাস অক্টোবরে উৎপাদিত হয়েছে ১ দশমিক ৯১৭ মিলিয়ন ও ৯৯৪ টন স্টিল। অর্থাৎ আগের মাসের তুলনায় নভেম্বরে স্টিল উৎপাদল বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।

এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ ইরানে ১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৩৪৪ টন স্টিল উৎপাদিত হয়েছে। যা গত বছরের তুলনায় ৩১ দশমিক ৯ শতাংশ বেশি।

ইরানের ২০ বছরের ভিশন পরিকল্পনায় রয়েছে দেশের অপরিশোধিত স্টিল উৎপাদন সক্ষমতা ৫৫ মিলিয়ন টনে নিয়ে যাওয়া এবং বিশ্বে স্টিল উপাদনে শীর্ষ ৮ দেশের মধ্যে সপ্তম স্থান অর্জন করা।

সূত্র: মেহর নিউজ এজেন্সি।