শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সামরিক বাহিনীর কেউ ক্ষতি করতে পারবে না: রুহানি

পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সরকারের তিনটি বিভাগই সামরিক বাহিনীকে সমর্থন করে এবং কেউ তাদের ক্ষতি করতে পারবে না।

রাজধানী তেহরানে রোববার জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি এবং বিচারবিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন। ইরানের ওপর মার্কিন কংগ্রেস নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর এ বৈঠক হলো।

প্রেসিডেন্ট রুহানি বলেন, বর্তমানে ইরান এমন একটি অবস্থানে রয়েছে যেখানে কেউ ইরানকে ক্ষতি করতে পারবে না। তিনি বলেন, “সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, সরকারের তিন বিভাগ, অন্যান্য শাখা এবং জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং সবাই সামরিক বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ এবং নিরাপত্তা বাহিনীকে সমর্থন করে। আল্লাহ চাইলে আমরা আমাদের পথচলা অব্যাহত রাখব।”

বৈঠকে দেশের অর্থনীতি বিশেষ করে উৎপাদন ও বিনিয়োগ নিয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ালে মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না। – পার্সটুডে।