বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানির ৭৭২ ন্যানোপণ্য তৈরি

পোস্ট হয়েছে: জুলাই ৬, ২০২১ 

news-image

চলতি ফারসি বছরের প্রথম তিন মাসে (২১ মার্চ থেকে ২১ জুন) ইরানের ২৯৪টি বিজ্ঞানভিত্তিক কোম্পানি ৭৭২টি ন্যানোপণ্য তৈরি করেছে এবং এসব পণ্য ন্যানো প্রযুক্তি সার্টিফিকেট লাভ করেছে। ইরানের ন্যানোপ্রযুক্তি উদ্ভাবন কাউন্সিল এই তথ্য জানায়।

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের ন্যানোপ্রযুক্তির উন্নয়ন প্রবণতা ঊর্ধ্বমুখী। উল্লিখিত সময়ে ৭৭২টি ন্যানো পণ্য ও সরঞ্জাম তৈরি হয়েছে যা আগের বছরের তুলনায় বেড়েছে। আগের বছরে (মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১) দেশটিতে ৭৫০টি ন্যানো পণ্য নিবন্ধিত হয়েছিল।

ন্যানোপ্রযুক্তি পণ্যের ডাটাবেজে নিবন্ধিত ৭৭২টি পণ্য ও ডিভাইসের মধ্যে ৫৫৫টি ন্যানোপণ্য সংশ্লিষ্ট ও ২১৭টি ন্যানো ডিভাইস সংশ্লিষ্ট। উৎপাদনের দিক দিয়ে উভয় ধরনের ন্যানো পণ্যই বিগত কয়েক বছরে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। ২৯৪টি বিজ্ঞানভিত্তিক কোম্পানির মধ্যে ২৩৪টি পণ্য উৎপাদনে তৎপর আর বাকি ৬০টি কোম্পানি ডিভাইস উৎপাদনে তৎপর রয়েছে। সূত্র: তেহরান টাইমস।