মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখতে হবে: চীন

পোস্ট হয়েছে: মে ৩, ২০১৮ 

news-image

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছে চীন। আমেরিকা যখন এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার করছে তখন এ আহ্বান জানাল বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বুধবার সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে বলেন, এ সমঝোতার দীর্ঘমেয়াদি গুরুত্বের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট সব পক্ষ এটি অক্ষুণ্ন রেখে তা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করবে বলে বেইজিং আশা করছে।

ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে বলে আমেরিকা ও  ইসরাইল যে অভিযোগ করছে সে সম্পর্কেও কথা বলেন হুয়া চুনিং। তিনি বলেন, ইরান এ সমঝোতা মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণ এবং এ ব্যাপারে সিদ্ধান্ত জানানোর একমাত্র ক্ষমতা রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র।

তিনি বলেন, এ পর্যন্ত আইএইএ বহুবার বলেছে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে এবং সংস্থাটির পর্যবেক্ষকরা ধারাবাহিকভাবে ইরানে কাজ করে যাচ্ছেন।

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার লক্ষ্যে ২০১৫ সালের জুলাই মাসে যে সমঝোতা সই হয় তার চীন অন্যতম অংশীদার।

দেশটি এমন সময় পরমাণু সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানাল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার হুমকি দিয়েছেন। আগামী ১২ মে ট্রাম্প তার প্রশাসনের এ সংক্রান্ত সিদ্ধান্ত জানাবেন বলে কথা রয়েছে। – পার্সটুডে।