শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

English

ইরানের তৈরি ‘কারর’ ট্যাংক উন্মোচন হচ্ছে শীঘ্রই

পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০১৬ 

news-image

ইরান খুব শীঘ্রই ‘কারর’ নামে একটি নতুন ধরনের ট্যাংক আগামী কয়েকদিনের মধ্যে উন্মোচন করতে যাচ্ছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি কারার ট্যাংক, দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান উদ্বোধন করবেন।

এ যুদ্ধট্যাংক সেনাবাহিনীর কাছে হস্তান্তর ছাড়াও ইরান রাশিয়ার কাছ থেকে টি-৯০ ট্যাংক কেনারও পরিকল্পনা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক খাতে ব্যাপক অগ্রগতি লাভ করার পাশাপাশি নানা ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিভিন্ন মহড়ায় পরীক্ষা করছে। গত বছরের এপ্রিলে ইরান আকারেব নামে একটি নতুন ধরনের যুদ্ধট্যাংক উদ্বোধন করে। এ ট্যাংকে ৯০ মিলিমিটারের কামান বসিয়ে চারজন সেনা তা বহন করতে পারে।

এছাড়া ইরানের সামরিক কর্মকর্তারা বলে আসছেন দেশটির কোনো সীমান্তে কোনো ধরনের সংকট তারা দেখছেন না এবং দেশের বাইরে থেকেও কোনো রকমের হুমকি তাদের চোখে পড়ছে না। বরং ইরানের সশ্রস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম।সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন