শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আসক্তি প্রতিরোধে অগ্রগামী ইরান: ইউনিসেফ

পোস্ট হয়েছে: অক্টোবর ১৭, ২০২২ 

news-image

ইরান শুধু আসক্তি প্রতিরোধে নেতৃস্থানীয় দেশ নয়, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনেও এগিয়ে রয়েছে দেশটি। এই তথ্য জানিয়েছেন ইরানে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিনিধি রবিন নন্দি।মঙ্গলবার খোরাসান রাজাভির মাশহাদে মেয়েদের জন্য প্রথম স্বাস্থ্য ও ক্ষমতায়ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি শিশু ও কিশোর-কিশোরীদের বিশেষ করে মেয়েদের আসক্তির বিরুদ্ধে লড়াইয়ে ইরানের দৃঢ়তারও প্রশংসা করেন। খবর বার্তা সংস্থা ইরনার।জ্ঞানীয় এবং আচরণগত পদ্ধতিগুলি দুর্বল কিশোর এবং যুবকদের স্থিতিস্থাপকতা এবং দক্ষতাকে শক্তিশালী এবং দৃঢ় করতে সহায়তা করতে পারে উল্লেখ করে নন্দি বলেন, এই পরিষেবাগুলি ভালভাবে সরবরাহ করা গেলে আসক্তি প্রতিরোধ, চিকিৎসা এবং পরিচর্যা পদ্ধতির গুণগত মান ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। সূত্র: তেহরান টাইমস।