শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আরাক পরমাণু চুল্লির নকশা নতুন করে তৈরির জন্য চুক্তি করল ইরান-চীন

পোস্ট হয়েছে: এপ্রিল ২৪, ২০১৭ 

news-image

ইরানের আরাক ভারি পানির পরমাণু চুল্লির নকশা নতুন করে তৈরির জন্য তেহরান এবং একটি চীনা কোম্পানি বাণিজ্যিক চুক্তি করছে। রোববার ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই এবং চীনা কোম্পানির মধ্যে এ চুক্তি সই হয়।

জিসিপিওএ নামে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই করা চূড়ান্ত পরমাণু সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এ চুক্তিকে বিবেচনা করা হচ্ছে। পার্সটুডের খবর।

ইরানি বিশেষজ্ঞদের তৈরি করা আরাক চুল্লির নতুন নকশা চুক্তি অনুযায়ী পর্যালোচনার করবে চীনা কোম্পানি। এ ছাড়া, নকশায়  আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছে কিনা তাও নিশ্চিত করবে এ কোম্পানি।

ক্যান্সারসহ অন্যান্য চিকিৎসার কাজে ব্যবহৃত আইসোটোপ তৈরির জন্য আরাকের ৪০ মেগাওয়াট চুল্লি পুনর্নির্মাণ করা হবে। নতুন নকশা প্রণয়নের মাধ্যমে একে গবেষণার কাজে ব্যবহৃত পরমাণু চুল্লিতে পরিণত করা হবে।