শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

আফ্রিকায় প্রযুক্তিগত জ্ঞান স্থানান্তরে প্রস্তুত ইরান: রাইসি

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২২ 

news-image

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার বলেছেন, তেহরান আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক প্রসারিত করতে চায়। এসময় আফ্রিকার দেশগুলোতে প্রযুক্তিগত জ্ঞান হস্তান্তরের জন্য তেহরানের প্রস্তুতি ব্যক্ত করেন তিনি।দোহায় ৬ষ্ঠ জিইসিএফ শীর্ষ সম্মেলনের অবকাশে মঙ্গলবার বিকেলে মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসির সাথে এক বৈঠকে আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রাইসি এই প্রস্তুতির কথা ব্যক্ত করেন।এসময় ইরানের প্রেসিডেন্ট মোজাম্বিকের উন্নয়ন কর্মসূচির সফলতায় সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিতে আফ্রিকান দেশগুলো প্রতিভা এবং সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ দেশ। দুর্ভাগ্যবশত গত কয়েক শতাব্দী ধরে পশ্চিমা দেশগুলো এই সম্পদ লুণ্ঠন করছে।’’ সূত্র: মেহর নিউজ এজেন্সি।