শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

পোলিশ চলচ্চিত্র উৎসবে ইরানি ছবির ‘জুরি অ্যাওয়ার্ড’ লাভ

পোস্ট হয়েছে: জুন ১২, ২০১৮ 

news-image

পোল্যান্ডে অনুষ্ঠিত চতুর্থ কিনোলুব ফিল্ম ফেস্টিভালে বিশেষ জুরি পুরস্কার লাভ করেছে ইরানি ছবি ‘টোয়েন্টি ওয়ান ডেজ লেটার’। এক কিশোরীর কাহিনী অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার মোহাম্মাদ রেজা খেরাদমানদান।

সৌরেহ সিনেমা প্রযোজিত ‘টোয়েন্টি ওয়ান ডেজ লেটার’ মূলত একটি রম্য নাটক। মোরতেজা নামের এক কিশোরীর জীবনকে কেন্দ্র করে ছবিটি তৈরি করা হয়েছে। যাকে তার জীবনের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।

নির্মাতা খেরাদমানদানের ফিচার ছবিটি পোলিশ চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করে স্পেশাল জুরি প্রাইজ অর্জন করতে সক্ষম হয়েছে।

৪ থেকে ১৮ বছর বয়সী তরুণ দর্শকদের মাঝে সেরা সব ছবি তুলে ধরতে কিনোলুব ফিল্ম ফেস্টিভাল কাজ করে যাচ্ছে। আন্তির্জাতিক এই চলচ্চিত্র উৎসবের এবারের চতুর্থ আসর পোল্যান্ডে চলমান রয়েছে। উৎসবের পর্দা নামবে ৩০ জুন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।