তেহরানের মিলাদ টাওয়ারে শহীদ সোলায়মানির ভাস্কর্য
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২১

ইরানের ভাস্কর হামিদ কাঙ্গারানি ফারাহানি জেনারেল কাসেম সোলায়মানির মোমের ভাস্কর্য তৈরি করেছেন। শহীদ সোলায়মানির পরিবারের অনুরোধের প্রেক্ষিতে তিনি এ ভাস্কর্য তৈরি করেছেন বলে জানান। এটি তৈরি করতে ৪০ দিন সময় লেগেছে। ভাস্কর হামিদ জানান এটি তার তৈরি সোলায়মানির দ্বিতীয় ভাস্কর্য। তিনি এও জানান কাসেম সোলায়মানি বেঁচে থাকার সময় আমি তার ভাস্কর্য তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু তিনি রাজি হননি বিধায় তখন তা তৈরি করতে পারিনি। তিনি শাহাদাত বরণ করার পর ইসলামি রিভলিউশন অ্যান্ড হলি ডিফেন্স মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে আমি তার ভাস্কর্য তৈরির প্রস্তাব পাঠাই এবং আমার প্রস্তাব গৃহীত হলে ১৮ দিনে তার প্রথম ভাস্কর্যটি তৈরি করি।
ভাস্কর হামিদ জানান, সোলায়মানির ভাস্কর্য আমি তৈরি করেছি তার মর্যাদা সংরক্ষণের জন্যে। শনিবার তেহরানে মিলাদ টাওয়ারে সোলায়মানির ভাস্কর্যটি রাখা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সোলায়মানির পরিবারের সদস্য, মন্ত্রিবর্গ ও শিল্পীরা উপস্থিত ছিলেন।